২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাকা- না’গঞ্জে বিআরটিসির নতুন ভাড়া চালু

-

দাঁড়িয়ে গেলে ২০, বসে গেলে ৩০। এভাবে যাত্রী ডাকছেন বিআরটিসি বাসের হেলপার আলম। নারায়ণগঞ্জের চাষাঢ়া বাস কাউন্টারে গতকাল তার এমন হাঁকডাকে অনেকে বিস্মিত হয়েছে। অনেকে তার কাছে গিয়ে জানতে পারে, ঢাকা, নারায়ণগঞ্জ রুটে মাত্র ২০ টাকা ভাড়া চালু করেছে বিআরটিসি। অন্যান্য পরিবহন যেখানে এসি ৫৫ এবং নন-এসি ৩৬ টাকা ভাড়া নিচ্ছে সেখানে বিআরটিসি নিচ্ছে মাত্র ২০ টাকা। তবে শর্ত হলো সিট পূরণর হওয়ার পর দাঁড়িয়ে যেতে হবে যাত্রীকে।
গতকাল রোববার সকাল থেকে এ সার্ভিস চালু করা হয়। এতে ব্যাপক সাধুবাদ জানাচ্ছেন ঢাকা-নারায়ণগঞ্জ রোডে নিয়মিত চলাচলকারী যাত্রীরা।
নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর গেটের বিআরটিসি কাউন্টার থেকে জানা গেছে, সকাল ও বিকেলে যাত্রীর চাপ বেড়ে যায়। ২ নম্বর গেট থেকেই যাত্রীতে বাসবোঝাই হয়ে যায়। এমন অবস্থায় চাষাঢ়ার যাত্রীদের দাঁড়িয়ে যেতে হয়। তাই সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত চাষাঢ়া থেকে ওঠা যাত্রীরা দাঁড়িয়ে যাতায়াত করে। বিকেলেও ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত গুলিস্থান থেকে উঠে আসা যাত্রীরা দাঁড়িয়ে আসেন। তাই অতি জরুরি অবস্থায় দাঁড়িয়ে চলাচল করা যাত্রীদের ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement