২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

গোপীবাগের মুক্তিযোদ্ধা ভ্রাতৃত্রয়ের মৃত্যুবার্ষিকী আজ

-

মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ভ্রাতৃত্রয়ের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর রোববার। ১৯৭১ সালের এদিনে মুক্তিসংগ্রামের অন্যতম অগ্রপথিক বদিউজ্জামান (বদি মেম্বার) ও তার দুই ভাই শাহজাহান (এমএসসি) ও করিমুজ্জামান ওরফে মুল্লুক জাহান (বিএ) শহীদ হন। শহীদ বদিউজ্জামান গোপীবাগ, মতিঝিল, কমলাপুর, মানিকনগর, যাত্রাবাড়ী, নারিন্দা ও শ্যামবাজার অঞ্চলের আওয়ামী লীগের স্থানীয় খ্যাতনামা জনপ্রতিনিধি ও এলাকার বিডি মেম্বার ছিলেন। শহীদ বীর মুক্তিযোদ্ধা ভ্রাতৃত্রয় সমাজসেবক, বিদ্যোৎসাহী ও ক্রীড়া সংগঠক ছিলেন।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কুরআনখানির আয়োজন করা হয়েছে। এ ছাড়া শহীদ বদিউজ্জামানের বড় ছেলে এটিএম ওয়াহিদুজ্জামানের ৯৮, রামকৃষ্ণ মিশন রোড, গোপীবাগ ষষ্ঠ লেনের বাসভবনে বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement