২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

  ঢাবিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

-

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগের উদ্যোগে একাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব গতকাল শুক্রবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
এ উপলক্ষে ভিসির নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার।
এ সময় একাদশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী, সদস্যসচিব অধ্যাপক ড. মো: মনিরুল আলম সরকার, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: মোবারক হোসেন, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তন্দ্রা চাকমা এবং গণিত বিভাগ ও ফলিত গণিত বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান অনুষ্ঠান সঞ্চালন করেন।
ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। ‘জীবনে সফল হওয়ার চেয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়া জরুরি’ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যবোধসম্পন্ন নাগরিক হতে হবে।
তিনি গণিতকে সব বিজ্ঞানের ভাষা হিসেবে বর্ণনা করে বলেন, গণিতের ভাষায় ভুল হলে সব ক্ষেত্রেই ভুল হবে। শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, নতুন প্রজন্মের কাছে গণিতকে জনপ্রিয় করার লক্ষ্যে দেশব্যাপী এই গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়। দেশের আটটি অঞ্চল থেকে নির্বাচিত মোট ৮০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

 


আরো সংবাদ



premium cement