২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কুষ্টিয়ায় তিন তরুণের দাফন সম্পন্ন

-

কুষ্টিয়ায় বন্ধুর জন্মদিনে স্পীড কেনের সাথে অতিরিক্ত স্পীরিট পানে বিকেএসপি’র ছাত্রসহ তিন তরুণ মারা যাওয়ার ঘটনায় শহরের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মৃত যুবকদের বাড়িতে শোকের মাতম চলছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সকালে ৩টি লাশের ময়নাতদন্ত শেষে স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। লাশ তিনটি শহরের থানাপাড়া ও আমলা এলাকায় নিজ নিজ বাড়িতে পৌছলে সেখানে এক করুন চিত্র ফুটে উঠে। তিন যুবকের অকাল পরিণতিতে হতবিহবল হয়ে পড়েছে এলাকাবাসী। সন্তান হারানো স্বজনহারাদের শান্তনা দিতে এসে প্রতিবেশিরা চোখে পানি ধরে রাখতে পারছে না। মৃত যুবকেরা হলেন জাহিদুর রহমান সাজিদ (১৭),ফাত্তাউল ফাহিম (১৮) ও পাভেল ইসলাম (১৮)। অসুস্থ ৩ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি আছেন শান্ত ও আতিক। এছাড়া সুরুজ নামে এক যুবককে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সাজিদ আর সন্ধ্যায় ফাহিম ও পাভেলের মৃত্যু হয়। ঘটনার বিবরনে জানা যায়- বিকেএসপি‘র ছাত্র ও জাতীয় দলের বাস্কেট বল খেলোয়াড় জাহিদুর রহমান সাজিদের জন্ম দিন থাকায় ১৫/১৬জন বন্ধু মিলে দুপুরে শহরের ইসলামিয়া কলেজ ক্যাম্পাসে পাটি দেয়। সেখানে স্থানীয় রেষ্টুরেন্টের খাবার ও কেক সরবরাহ করা হয়। খাওয়া শেষে পানীয় স্পীড ছিল। এসময় কয়েকজন বন্ধু কোর্ট ষ্টেশনের পাশে রাফি হোমিও হল থেকে মেয়াদ উত্তীর্ণ এ্যালকোহল মিশ্্িরত ছোট বোতল এনে ঐ স্পীড পানীয় এর সাথে মিশিয়ে পান করে। সাথে সাথে যে ৬জন ঐ পানীয় পান করে তারা অসুস্থ হয়ে পড়লে অন্যরা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যেয়ে তারা চিকিৎসককে জানান, গরম ডিম খাওয়ার পর এই ঘটনা হয়েছে। পরে অবশ্য অবস্থা বেগতিক দেখে তাদের বন্ধুরা প্রকৃত ঘটনা এ্যালকোহল পানের বিষয়টি চিকিৎসকের নিকট জানান। এ ঘটনায় রাফি হোমিও দোকানের মালিক রফিকুল ইসলামকে সন্ধ্যায় পুলিশ আটক করেছে এবং কুষ্টিয়া সদর ইউএনও জোবায়ের হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে রাত ৯টার দিকে ঐ হোমিও দোকানটি সিলগালা করা হয়। নিহত ফাহিম শহরের থানাপাড়া এলাকার সাগর হোসেনের ছেলে এবং আমলা সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্র। সাজিদ এনএস রোডে অবস্থিত রজব আলী মার্কেটের মাশিক মফিজুর রহমানের ছেলে। সে বিকেএসপির ৯ম শ্রেনীর ছাত্র ও জাতীয় বাস্কেটবল টিমের ডাক পাওয়া সদস্য। পাভেল থানাপাড়া পরাণ বক্স লেনের শেখ আরমানের ছেলে এবং শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। সকালে কুষ্টিয়া হাসপাতালের মর্গে তিন জনের লাশের ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ নিজ নিজ স্বজনেরা বাড়িতে নিয়ে যায়। পরে বিকেলে তাদের জানাজা শেষে পৌর কবর স্থানে দাফন করা হয়।


আরো সংবাদ



premium cement