২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আল্লামা মীর খলীলুর রহমান মাদানীর ইন্তেকাল

-

উপমহাদেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামীয়া পটিয়ার মুহাদ্দিস ও প্রখ্যাত আরবি সাহিত্যিক আল্লামা মীর খলীলুর রহমান মাদানী গত বুধবার রাত সাড়ে ১২টায় মাদরাসা বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীসহ হাজার হাজার ছাত্র রেখে যান। গতকাল বাদ জোহর মাদরাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মাদরাসাশিক্ষক মুফতি আহমদ উল্লাহ্। নামাজে জানাজা শেষে মাদরাসার কবরস্থান আজিজিয়ায় মরহুমের লাশ দাফন করা হয়। মুহাদ্দিস ও আরবি সাহিত্যিক আল্লামা মীর খলীলুর রহমান মাদানী চট্টগ্রামের হাটহাজারী মীরের খীল গ্রামের মীর মোজাহেরুল হকের মেজো ছেলে। তিনি পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া ও পরে সৌদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করে পটিয়া মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করে একাধারে ৩৭ বছর মৃত্যুর পূর্বদিন পর্যন্ত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আল্লামা মীর খলীলুর রহমান মাদানীর ইন্তেকালে পটিয়া আল জামিয়া আল ইসলামীয়ার পরিচালক মুফতি আল্লামা আবদুল হালিম বোখারী, জিরি আল জামিয়াতুল আরাবিয়ার পরিচালক আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব, জাতীয় সংসদের হুইপ আলহাজ সামশুল হক চৌধুরী, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সনিয়র সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 


আরো সংবাদ



premium cement