২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নিপুণ আশফাক বাবু জুয়েলের আগাম জামিন

-

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাককে পৃথক দুই মামলায় আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন দেন।
আদালতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সেক্রেটারির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ।
নিপুণ রায় ও আশফাকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সাথে ছিলেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট গোলাম আকতার জাকির।
সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আমিনুল ইসলাম ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। শাহবাগ থানার এসআই মো: দিদার হোসেন বাদি হয়ে এই মামলা করেন।
আর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করে পুলিশ।


আরো সংবাদ



premium cement