১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে জাপার প্রার্থী বাবলু জিএম কাদের

-

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মনোনয়ন দেয়া হয়েছে। গতকাল বুধবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান জি এম কাদের দলের প্রার্থী হিসেবে এ নাম ঘোষণা করেন। এ সময় তিনি জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন।
এর আগে সেখানে দলের প্রেসিডিয়ামের এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডিয়াম বৈঠকে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সদস্যরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, এস এম ফয়সল চিশতী, আজম খান, এ টি ইউ তাজ রহমান, লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, লিয়াকত হোসেন খোকা এমপি, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ ই আজম, ফখরুল আহসান শাহজাদা, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদিন, কৃষিবিষয়ক সম্পাদক হুমায়ুন খান প্রমুখ।

উল্লেখ্য চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৩ জানুয়ারি এ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনকে। আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
প্রার্থিতা ঘোষণা করে জি এম কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা মহাজোট হিসেবে নির্বাচন করেছি। পরের সব নির্বাচনেও আমরা জোটগতভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। পরবর্তী সময়ে মরহুম রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য হয়। রংপুর-৩ আসনেও জাতীয় পার্টির প্রার্থী মহাজোট প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম-৮ আসন মহাজোটগতভাবে হবে কি না তা আলাপ-আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে। আমরা আশাবাদী জাতীয় পার্টি প্রার্থী মহাজোট প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এক প্রশ্নের জবাবে জি এম কাদের সাংবাদিকদের বলেন জাতীয় পার্টির সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়াম সভায় চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রার্থিতা নিশ্চিত হয়েছে।


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল!

সকল