১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ভারতের কৃষি ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিদলের বারি পরিদর্শন

-

বাংলাদেশ-ভারত যৌথ কৃষি ওয়ার্কিং গ্রুপের ভারতীয় পক্ষের উচ্চপর্যায়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। ভারতের কৃষি, সহযোগিতা ও কৃষককল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ও যৌথ কৃষি ওয়ার্কিং গ্রুপের ভারতীয় পক্ষের কোচেয়ার মিস ডলি চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেনÑ ভারতের কৃষি, সহযোগিতা ও কৃষককল্যাণ বিভাগের পরিচালক মি. প্রশান্ত আরমোরিকার; খাদ্যনিরাপত্তা ও স্ট্যান্ডার্ডস কর্তৃপক্ষের পরিচালক ড. অমিত শর্মা এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব ও চ্যান্সেরি প্রধান মি. মিধুন টি আর।
অতিথিরা বারির সদর দফতরে স্বাগত জানান ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন। বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনÑ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ বারির পরিচালক (গবেষণা) ড. মো: আবদুল ওহাব, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীনসহ বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী ও কর্মকর্তারা।


আরো সংবাদ



premium cement