২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শোক দিবসের কর্মসূচিতে হামলার পরিকল্পনার অভিযোগ : ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট

-

রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অবস্থান নিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে হামলার পরিকল্পনায় জড়িত অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট পরিদর্শক রাজু আহম্মেদ গত ২৪ নভেম্বর ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।
১৪ আসামির মধ্যে তাজুল ইসলাম নামে এক আসামি কিশোর হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে পৃথক একটি চার্জশিট দাখিল করা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ চার্জশিট দেখেন। বিচারের জন্য ১৩ আসামির মামলাটি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বদলির নিদের্শ দেন এবং তাজুলের মামলাটি শিশু আদালতে পাঠানোর আদেশ দেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলোÑ আকরাম হোসেন খান নিলয় ওরফে স্লেড উইলসন (২৪), নাজমুল হাসান ওরফে মামুন (২১), আবুল কাশেম ফকির ওরফে আবু মুসাব (২২), আব্দুল্লাহ আইচান কবিরাজ ওরফে রফিক (৪২), তারেক মোহাম্মদ ওরফে আদনান (২২), কামরুল ইসলাম শাকিল ওরফে হারিকেন ওরফে রোবট ও ওরফে তানজিম (২৫), লুলু সরদার ওরফে সহিদ ওরফে মিস্ত্রি (৩০), তাজরীন খানম শুভ (২৯), সাদিয়া হোসনা লাকী (৪৬), আবু তোরাব খান (৫৬), তানভির ইয়াসিন করিম ওরফে হিটম্যান ওরফে জিন (৩২), হুমায়রা জাকির নাবিলা, নব মুসলিম আব্দুল্লাহ (হিন্দু থাকাকালীন নাম ছিল রনবীর কান্তি দাশ রনি) (৩২) ও তাজুল ইসলাম ওরফে ছোটন ওরফে মোহাম্মদ ওরফে ফাহিম (১৭)।
অন্য দিকে সাইফুল ইসলাম নামে এক আসামি মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement