২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
বিএনপি স্থায়ী কমিটির বৈঠক

১২ ডিসেম্বরের আগ পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচির সিদ্ধান্ত

-

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১২ ডিসেম্বরের আগ পর্যন্ত বিক্ষোভসহ শান্তিপূর্ণ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী রোববার ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি করার সিদ্ধান্ত হয়। আজ-কালের মধ্যে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হবে। বেগম জিয়ার জামিনের শুনানির আদেশ পেছানোসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি এ বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেনÑ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান প্রমুখ।
স্থায়ী কমিটির দুই নেতা বলেন, বৈঠকে সার্বিক দিক পর্যালোচনা করে সবাই একমত হয়েছেন সরকার সর্বোচ্চ মহলের বাধাই খালেদা জিয়ার মুক্তির প্রধান অন্তরায়। তারপরও কঠোর কোনো সিদ্ধান্তে না গিয়ে খালেদা জিয়ার জামিন শুনানির সর্বশেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকবে বিএনপি। এ জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ যে ১২ ডিসেম্বর ধার্য তারিখ রেখেছেন ওই দিন পর্যন্ত বিএনপি বড় কোনো কর্মসূচিতে যাবে না। জামিন না হলে জরুরিভাবে স্থায়ী কমিটি বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করবে।
বৈঠকে অংশ নেয়া স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, ১২ ডিসেম্বর ধার্য তারিখে খালেদা জিয়ার জামিন না হলে বিএনপি বাধ্য হয়ে এক দফার আন্দোলনে যাবে। আশা করি সরকারপ্রধানও তা বুঝতে পারছেন। পরে সিনিয়র আইনজীবীদের সাথে বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্যরা। আইনজীবীদের মধ্যে ছিলেন- অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।


আরো সংবাদ



premium cement