২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

যে দেশে বিচারপতি দেশত্যাগ করে, সে দেশে সুবিচার হবে না : ছাত্রদল

-

দেশে একদলীয় শাসনতন্ত্রের কারণে প্রধান বিচারপতির দেশত্যাগ করতে হয়েছে। সে রকম একটি দেশে কখনো সুবিচার হতে পারে না বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত সন্ত্রাসবিরোধী রাজু স্মৃতি ভাস্কর্যের পাদদেশে খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এর আগে বেলা ১১টায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয় তারা। এই সমাবেশে তিন শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
ইকবাল হোসেন শ্যামল বলেন, বাংলাদেশে একদলীয় শাসনতন্ত্র চলছে। এটা ভুটান নয়, সিকিম নয়। এটা স্বাধীন বাংলাদেশ। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে মুক্ত করব।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি অসুস্থ। তারপরও মেডিক্যাল রিপোর্ট দিতে বিলম্ব করছে। আমরা আর হাইকোর্টের দিকে তাকিয়ে থাকব না। রাজপথেই নিশ্চিত করব আমাদের নেত্রীর মুক্তি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সাবেক কেন্দ্রীয় সম্পাদক কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, সহ-সম্পাদক আশরাফ ফকির লিংকন, পার্থ দেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি আমিন, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, শেখ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান, কেন্দ্রীয় সংসদের দীপ্ত মিত্র, সলিমুল্লাহ মুসলিম হলের সদস্য সচিব আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সদস্য সচিব মোস্তাফিজ রহমান রুবেল, যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, অমর একুশে হলের সদস্য সচিব মঞ্জুরুল রিয়াদ, সূর্যসেন হলের মুস্তাকিন পিয়াল, মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা তারেকুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক জহিরুল হক, ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক হামিম নিয়াজ, কবি নজরুল সরকারি কলেজের সিরাজ, নিখিল, ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement
শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া

সকল