২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

-

প্রশাসনের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে ও ছুটিতে হল খোলা রাখাসহ ১৬টি দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দাবি না মানলে আন্দোলন জোড়ালো করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে বিকেলে প্রশাসনের সাথে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। কিন্তু আলোচনায় কোনো ফল না আসায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সড়ক অবরোধ করেন তারা। ১৬টি দাবির মধ্যে ৬টি আশু দাবি মেনে নেয়ার সময়সীমা গত বুধবার শেষ হলে রাতে মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বাকি ১০টি দাবি বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে মেনে নেয়ার আলটিমেটাম দেয়া হয়। সেগুলোও না মানায় ফের আন্দোলনের ঘোষণা দেয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।

 


আরো সংবাদ



premium cement