১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

জামায়াত নেতা এখলাছ উদ্দীনের ইন্তেকাল

বিভিন্ন মহলের শোক
-

ঢাকা জেলা (উত্তর) বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মো: এখলাছ উদ্দীন খান (৬০) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি নয়া দিগন্তের সাবেক সাভার সংবাদদাতা মো: মিজানুর রহমানের বড় ভাই ছিল। গতকাল বৃহস্পতিবার সাভার পৌর এলাকার মাতৃবাগান জামে মসজিদ সংলগ্ন মাঠে প্রথম নামাজে জানাজা, সিন্ধুরা মাদরাসা মাঠ দ্বিতীয় নামাজে জানাজা এবং বেলা ২টায় মরহুমের নিজ গ্রাম মহনপুর গ্রামে তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ তার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, এখলাছ উদ্দিনকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। তার অভাব পূরণ হওয়ার মতো নয়। উনাকে হারিয়ে জেলা জামায়াতের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা আল্লাহ তায়ালার দরবারে দোয়া প্রার্থনা করি আল্লাহ তায়ালা যেন ওনার সমস্ত ত্যাগ-কোরবানি কবুল করেন এবং উনাকে জান্নাতবাসী করেন।


আরো সংবাদ



premium cement