২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সিলেট জেলা আওয়ামী লীগের দায়িত্বে লুৎফুর-নাসির

মহানগরে মাসুক-জাকির
-

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
বৃহস্পতিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত সম্মেলনে জেলা ও মহানগরের শীর্ষ চার পদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, নিজেদের মধ্যে সমঝোতার জন্য শীর্ষ দুই পদের ৩২ প্রার্থীকে ২০ মিনিট সময় দেয়া হলে তারা বিষয়টি নেত্রীর উপর ছেড়ে দেন। পরে উপস্থিত কেন্দ্রীয় নেতারা দলীয় প্রধানের সাথে পরামর্শ করে নতুন কমিটি ঘোষণা করেন। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের চার পদের ৩৫ প্রত্যাশীকে সমঝোতায় পৌঁছাতে ২০ মিনিট সময় বেঁধে দেন ওবায়দুল কাদের।
খাবার নিয়ে মারামারি
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে খাবার নিয়ে মারামারির ঘটনায় বিশৃঙ্খলা দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে খাবার নিয়ে সংঘর্ষের সময় উভয়পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করে। বেলা ১টার দিকে এ অপ্রীতিকর ঘটনায় অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে ছুটোছুটি করতে থাকেন।
বৃহস্পতিবার সকাল থেকে আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের সম্মেলনে নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা ১টার দিকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: আরমান আহমদ শিপলুর অনুসারীরা দুপুরের খাবার নিয়ে আসেন সম্মেলন স্থলে। এ সময় খাবার নিয়ে হুড়োহুড়ি দেখা দেয়। একপর্যায়ে অপর একটি গ্রুপের নেতাকর্মীদের সাথে তাদের বাদানুবাদ শুরু হয়। উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ চেয়ার ছুড়তে থাকে। পরে দায়িত্বশীল নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঞ্চে উপস্থিত হওয়ার সাথে সাথেই বিভিন্ন নেতার অনুসারীরা মঞ্চের দিকে স্লোগান নিয়ে এগুতে থাকেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। সিলেট-৩ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ কয়েস, মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রণজিত সরকারের অনুসারীরা মঞ্চের ঠিক সামনে গিয়ে নেতাদের নামে স্লোগান দিতে থাকে। এ সময় মাইকে তাদের থামতে বলা হলেও তারা থামেনি।

 


আরো সংবাদ



premium cement