১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সিআইপি কার্ড পেলেন আজমাত রহমান

সিআইপি সম্মাননা গ্রহণ করছেন আজমাত রহমান : নয়া দিগন্ত -

দেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) কার্ড পেয়েছেন ফারইস্ট ড্রেসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজমাত রহমান। মাঝারি শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে ২০১৭ সালের জন্য তিনি এই সম্মাননা পেলেন। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কাছ থেকে তিনি এই কার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, শিল্প সচিব মো: আবদুল হালিম প্রমুখ। আজমাত রহমান একজন গার্মেন্ট ব্যবসায়ী। আজমাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অন্তর্ভুক্ত মেসার্স ফারইস্ট ড্রেসেস লিমিটেড শতভাগ রফতানিমুখী একটি পোশাক কারখানা। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি তৈরি পোশাক প্রস্তুত ও রফতানি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement