১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জমির দলিল হস্তান্তর

-

শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) জন্য ক্রয়কৃত জমির দলিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ও চেক বিতরণ অবশেষে সম্পন্ন হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় শেহাবির ভিসি ড. মো: রফিক উল্লাহ খানের সভাপতিত্বে জেলা প্রশাসক মঈনউল ইসলামের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, নেত্রকোনা-৫ আসনের ওয়ারেসাত হোসেন বেলাল, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো: সাজ্জাদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার, জনপ্রতিনিধিসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্যাম্পাসের জন্য অধিগ্রহণকৃত ৪৯৮ দশমিক ৪৫ একর জমির দলিল হস্তান্তর করা হয়।


আরো সংবাদ



premium cement