১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
নতুন আইবিসিসিআই বোর্ড

মাতলুব আহমদ আবার সভাপতি নির্বাচিত

-

২০১৯-২০২১ মেয়াদের জন্য ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) ২৪ সদস্যের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়েছে। নিটল মোটরস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ আবার সভাপতি নির্বাচিত হয়েছেন।
এইচএসটিসি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার অভিষেক দাস সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
লাইফ ইন্স্যুরেন্স করপোরেশনের (এলআইসি) বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অরূপ দাশগুপ্তা; কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল ওয়াহেদ; বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সুলতান আহমেদ যথাক্রমে অনারারি সেক্রেটারি জেনারেল, অনারারি যুগ্ম মহাসচিব এবং অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- ফতুল্লা ইস্পাত রিরোলিং মিলসের মোহাম্মদ আলী; সিইআট এ কে খান লিমিটেডের ভেনুগোপাল নাম্বিকেরিল চেল্লাপ্পান পিল্লাই ; বি আর স্পিনিং মিলস লিমিটেডের আলহাজ মো: বজলুর রহমান; এমএকেএস অ্যাটায়াস ফারখুন্দা জাবীন খান; কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সিইএমএস) লিমিটেডের মেহেরুন নেছা ইসলাম; মেরিকো বাংলাদেশ লিমিটেডের আশীষ গৌপাল; এশিয়ান কনজিউমার কেয়ার (প্রা:) লিমিটেডের ব্রজেশ কুমার; স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ড. প্রকাশ চাঁদ সাবু; টাটা মোটরস লিমিটেডের মধু পি সিং; মোহাম্মদ এন্টারপ্রাইজের আলহাজ মোহাম্মদ আলী; শারোথি এন্টারপ্রাইজের মতিয়ার রহমান; ডন ট্রেডিং ইন্টারন্যাশনালের মোহাম্মদ এরশাদ হুসেন রানা; ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট লিমিটেডের লিয়াকত আলী ভূঁইয়া; এশিয়ান পেইন্টস লিমিটেডর রিতেশ দোশি; রহমান শিপিং লাইনসের মো: মশিউর রহমান; মাহিন্দ্রা ও মাহিন্দ্রা লিমিটেডের রবিন কুমার দাস; দ্য হিমালয় ড্রাগ লিমিটেডের সিদ্ধার্থ পি রায়; ইমামি বাংলাদেশ লিমিটেডের আঞ্জেশ কুমার সোম। নির্বাচনী প্রক্রিয়া গতকাল সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল