২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাভার উপজেলা আ’লীগের সম্মেলনে : হাসিনা-সভাপতি রাজিব-সাধারণ সম্পাদক

-

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বলেছেন, বিএনপি এখন শুধু আষাঢ়ের তর্জন গর্জন ছাড়া আর কিছুই না। বর্তমান সরকারের সময় কেউ অপরাধ করে পার পাবে না, শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগে কোনো বিরোধ নেই। অস্থিরতা নেই কেন্দ্রীয় নেত্রিত্বে, প্রতিযোগিতা আছে, কিন্তু অসুস্থ কোনো প্রতিযোগিতা নেই। আওয়ামী লীগ থেকে কোনো নেতা বের হয়ে যাচ্ছে না, বিএনপি থেকে বড় বড় নেতা দল ত্যাগ করছেন বলেও মন্তব্য করেন তিনি। সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হাসিনা দৌলা সভাপতি, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব সাধারণ স¤পাদক মনোনীত হয়েছেন। বিকেলে সাভার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ স¤পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতি ও সাধারণ স¤পাদকের নাম ঘোষণা করেন। হাসিনা দৌলা এ নিয়ে তৃতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব পেলেন। সভাপতি পদে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক মাসুদ চৌধুরী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীর আগ্রহী ছিলেন। সাধারণ স¤পাদক পদে রাজিব ছিলেন একক প্রার্থী। সম্মেলনে সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক পানিস¤পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, সাধারণ স¤পাদক মাহবুবুর রহমান ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সম্মেলনকে ঘিরে সাভার উপজেলা আওয়ামী লীগে এ দিন বিরাজ করে সাজ সাজ রব। কলেজ মাঠ সাজানো হয় বর্ণিল সাজে। ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো মাঠজুড়ে ছিল আলোকসজ্জা। যা হাজারো মানুষের নজর কাড়ে। এ দিকে সম্মেলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল কড়া নজরদারি।


আরো সংবাদ



premium cement
বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সকল