১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাত বছর পর আজ মিরসরাই আ’লীগের কাউন্সিল অংশ নেবেন ৬৪৫ কাউন্সিলর ও প্রায় ১৫ হাজার নেতাকর্মী

-

দীর্ঘ সাত বছর পর আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল। গত এক মাসের বেশি সময় ধরে এ কাউন্সিল অনুষ্ঠানকে ঘিরে ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করেছেন। অবশেষে উপজেলার শীর্ষ দুই পদে নেতা নির্বাচন প্রক্রিয়ার অবসান হতে যাচ্ছে।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, এবারের কাউন্সিলে তৃণমূলসহ মোট ৬৪৫ জন কাউন্সিলর অংশ নেবেন। এ ছাড়া কাউন্সিলের দিন সমগ্র উপজেলার ১৮টি দলীয় ইউনিট থেকে অন্তত ১৫ হাজার মানুষের সমাগম ঘটবে। আজ বেলা ৩টায় উপজেলার মিঠাছড়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উদ্বোধন করবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম এমপি ও প্রধান বক্তা থাকবেন সাধারণ সম্পাদক এম এ সালাম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: জসিম উদ্দিন।
দীর্ঘ সময় পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমেজের কমতি নেই। বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার- ফেস্টুন শোভা পাচ্ছে। এ ছাড়া কাউন্সিল সফল করতে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে বৈঠকের পর বৈঠক করছেন। কাউন্সিলের প্রস্তুতি সম্পর্কে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নিজের এলাকা মিরসরাই। তাই এ কাউন্সিল ঘিরে আমাদের প্রস্তুতি ব্যাপক। দলীয় কাউন্সিলর ছাড়াও অন্তত ১৫ হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে এখানে। মাঠপর্যায়ে এ নিয়ে ব্যাপক প্রস্তুতিও রাখা হয়েছে। এ ছাড়া কাউন্সিল ঘিরে সমগ্র মিরসরইয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।’
এ দিকে এবারের কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন প্রার্থী মাঠে প্রাচর প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি কাউন্সিলরদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন। তবে ধারণা করা হচ্ছে এবার নেতা নির্বাচনের ক্ষেত্রে প্রত্যক্ষ ভোট নাও হতে পারে। সমঝোতার ভিত্তিতে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন প্রক্রিয়া শেষ হবে।
এ ক্ষেত্রে মাঠে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী অনেকটা নিশ্চিত। এ ছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে উপজেলার ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়নের নাম শোনা যাচ্ছে।
এ দিকে আওয়ামী লীগের স্থানীয় নেতা নির্বাচনের এ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বিভিন্ন এলাকায় মিছিল, সভা-সমাবেশ করছে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তারা কাউন্সিলে যোগ দিতে সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বানও জানাচ্ছেন। দলীয় কাউন্সিলে কেমন নেতা নির্বাচন চায় তৃণমূল এমন প্রশ্নের জবাবে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম বলেন, ‘উপজেলা পর্যায়ে দল চালাতে অভিজ্ঞতার বিকল্প নেই। তবে আমরা চাই নতুন এবং পুরাতনে মিলিয়ে একটি শক্তিশালী কমিটি।’ কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে উপজেলার ১৫ নম্বর দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু বলেন, ‘আমাদের সর্বোচ্চ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যে সিদ্ধান্ত দেবেন আমরা সবাই মানার আগ্রহ নিয়ে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। আশার করছি শনিবারের সম্মেলনের মধ্য দিয়ে সুযোগ্য নেতা নির্বাচন সম্পন্ন হবে।’


আরো সংবাদ



premium cement