২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পেঁয়াজে ডাবল সেঞ্চুরি সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই : দুলু

-

সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দুলু বলেছেন, পেঁয়াজে ডাবল সেঞ্চুরি করা ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। প্রহসনের নির্বাচনের এই অবৈধ সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকার নীলনকশা করে রেলব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আজ দেশে আইনের শাসন ও জবাবদিহিতা বলে কোনো শব্দ নেই। ক্ষমতার দাপট দেখিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। তিনি বলেন, দেশে আজ অঘোষিত একদলীয় বাকশালী শাসনব্যবস্থা কায়েম করেছে সরকার। তিনি অবৈধ সরকারের দ্রুত পদত্যাগের দাবি জানিয়ে বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার অন্ধকার কারাগারে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আর তারেক জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে দেশান্তরি করে দেশটাকে লুটেপুটে খাচ্ছে। তিনি খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। তিনি বিএনপি নেতাকর্মীদের সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার আহবান জানান। দীর্ঘ এক যুগ পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে একত্রিত হওয়ায় তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। শুক্রবার বিকেলে পাবনার সাঁথিয়ায় হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতির সভাপতিত্বে আরো বক্তব্য দেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহীন সৈকত, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, পাবনা জেলা বিএনপির সদস্যসচিব সিদ্দিকুর রহমান, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সম্পাদক শামসুর রহমান, বিএনপি নেতা সালাহ উদ্দিন খান, আলহাজ সিদ্দিকুল ইসলাম, কাজী রফিকুল, আশরাফ আলী, শ্রমিক দল নেতা রইজ উদ্দিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement