২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

-

ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তৌহিদি ছাত্রজনতা। গতকাল নেত্রকোনা জেলা খেলাফত যুব আন্দোলনের উদ্যোগে শহরে এই বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলিম ছাত্রজনতা অংশগ্রহণ করেন।
বেলা ১১টায় বড় বাজার জামে মসজিদ প্রাঙ্গণে আধা ঘণ্টা মানববন্ধন শেষে খেলাফত যুব আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রহিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বড় বাজার, তেরী বাজার ও ছোটবাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ প্রাঙ্গণে সমাবেশ হয়।
এতে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলন ঢাকা বিভাগীয় সমন্বয়কারী কারী আব্দুর রাকিব, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর মুফতি আনিস আনসারী, ইসলামী ঐক্যজোটের সিনিয়র সহসভাপতি মাওলানা শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েম খান, মাওলানা আবুল কাশেম, খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আনোয়ার শাহ্, মাওলানা এমদাদুল হক, ইসলামী আন্দোলন নেত্রকোনার সভাপতি খোরশেদ আলম, যুব আন্দোলনের সহসভাপতি মুফতি জুবায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মোতালেব, মাওলানা হাবিবুল্লাহ খান।
বক্তাগণ ক্ষোভের সাথে বলেন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট ভারতে সাম্প্রদায়িক সরকার প্রধান নরেন্দ্র মোদি হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েমের হীন উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের কাঁধে বন্ধুক রেখে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের যে রায় ঘোষণা দেয়া হয়েছে তা আমরা ঘৃণাভরে প্রত্যাখান করছি। আমরা বাবরি মসজিদের জায়গায় মসজিদ নির্মাণের সংশোধিত রায় প্রদানের জোর দাবি জনাচ্ছি। অন্যথায় মুসলিম বিশ্ব বুকের রক্ত দিয়ে তা প্রতিহত করবে ইনশা আল্লাহ।

 


আরো সংবাদ



premium cement