২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

মগবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

-

রাজধানীর মগবাজার এলাকায় গতকাল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় বাংলামোটর থেকে মগবাজার ডাক্তার গলি, মগবাজার মোড় থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত রাস্তা ও ফুটপাথে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান জানান, অভিযানকালে প্রায় শতাধিক টং দোকান, অস্থায়ী সেমিপাকা ও কাঁচা স্থাপনা, শেড ইত্যাদি উচ্ছেদ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ ছাড়া ফুটপাথ ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা করায় দুই গাড়ি মেরামতকারী ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


আরো সংবাদ



premium cement