২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
খবর শুনে আবরারের মা

আসামিদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে হবে

-

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেয়ায় আবরারের মা-বাবা এবং ভাই খুশি তবে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি মোতাবেক দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলাটি নিয়ে আসামিদের সবার মৃত্যুদণ্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল বুধবার দুুপুরে আবরারদের কুষ্টিয়া শহরের বাসায় গেলে সেখানকার পরিবেশ ছিল ভিন্ন। আবরারের পিতা কর্মস্থলে থাকায় তিনি বাসায় ছিলেন না। আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ ও মা ঘরে বসেই টিভিতে আবরারের খবর দেখছিলেন। এ সময় আবরারের মা এবং ছোট ভাইসহ বাসায় থাকা অন্যরা কান্নায় ভেঙে পড়েন। আবরার হত্যার পর থেকে তার মা কোনো সময় টিভির সামনে বসেননি। দীর্ঘদিন পর চার্জশিটের খবর শুনতে টিভির সামনে হাজির হয়ে কান্নারত অবস্থায় আবরারের মা বলেনÑ আমার ছেলেকে যারা মেরেছে তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিয়ে মারতে হবে। আর যারা এখনো গ্রেফতার হয়নি তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। আবরারের মা রোকেয়া খাতুন জানানÑ আমার আবরারকে ভালোভাবে বুয়েটে রেখে এলাম আর তারা আমার বেটাকে কত কষ্ট দিয়ে পিটিয়ে মেরে ফেলল। আগে বললে আমার আবরারকে বুয়েট থেকে বাড়িতে এনে রাখতাম। প্রয়োজনে ছেলে আমার লেখাপড়া না করে কৃষি কাজ করে চলত। আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, ভাইয়ার হত্যার ঘটনায় আমরা পুরো পরিবারটি একেবারেই স্বাভাবিকতা হারিয়ে ফেলেছি। পুলিশের চার্জশিট দেয়ায় আমরা খুশি। হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হলে আরো খুশি হবো।
ফাইয়াজ পুলিশকে ধন্যবাদ জানিয়ে জানানÑ পুলিশ অনেক আন্তরিকতা ও দ্রুততার সাথে চার্জশিট প্রদান করেছে। এজাহারভুক্ত পলাতক চার আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান ফাইয়াজ। আবরারের বাবা বরকতউল্লাহ জানান, আমি কর্মস্থলে আছি। তবে চার্জশিট জমা দেয়ার খবর শুনেছি এতে আমি এবং আমার পরিবার খুশি।

 


আরো সংবাদ



premium cement