১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অবৈধ সম্পদ অর্জন পুলিশ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

-

৫৬ লাখ ২৪ হাজার ৪৯২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কামরুল ইসলাম খুলনা মেট্রোপলিটন পুলিশে (গোয়েন্দা শাখা) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগ জানায়, কমিশনের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদি হয়ে গতকাল মঙ্গলবার নাসিমা খাতুনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নাসিমা খাতুন নিজ নামে অর্জিত ৬০ লাখ ৭৪ হাজার ৪৯২ টাকার সম্পদের মধ্যে ৩১ লাখ ৬৫ হাজার ৭০০ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। একই সাথে তিনি ৫৬ লাখ ২৪ হাজার ৪৯২ টাকা মূল্যের সম্পদ, যা জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ। তিনি ওই সম্পদ নিজ দখলে রাখলেও দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদ অর্জনের উৎস হিসেবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন।

 


আরো সংবাদ



premium cement