২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাষ্ট্রীয় মর্যাদায় মরহুম সংসদ সদস্য বাদলকে পারিবারিক কবরস্থানে দাফন

-

বর্ষীয়ান রাজনীতিক চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
তিন দফা নামাজে জানাজা শেষে শনিবার রাতে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে তাকে শেষ বিদায় জানাল চট্টগ্রামবাসী। শেষযাত্রায় স্মৃতির শহর চট্টগ্রাম ও জন্মভূমি বোয়ালখালী উপজেলার মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে গেলেন সদ্য মরহুম মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিক মঈনউদ্দীন খান বাদল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রাম শহর ও বোয়ালখালীতে বাদলের নামাজে জানাজায় অংশ নেয় তার রাজনৈতিক সহযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী ও চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।
এর আগে গত শনিবার সকালে জাতীয় সংসদ প্লাজায় মঈনউদ্দীন খান বাদলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সড়কপথে বাদলের লাশ চট্টগ্রামে নেয়া হয়। বাদ মাগরিব চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বাদলের লাশ সন্ধ্যা ৭টায় বোয়ালখালীতে পৌঁছে। উপজেলা স্মৃতিসৌধ চত্বরে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরোজুল হক টুটুলের নেতৃত্বে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান শেষে রাত ৮টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টায় গ্রামের বাড়ি সারোয়াতলীর ইব্রাহীম নুর মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মঈনউদ্দীন খান বাদলের দাফন সম্পন্ন হয়।
চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত দ্বিতীয় নামাজে জানাজায় ইমামতি করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ।
নামাজে জানাজায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, মাহফুজুর রহমান মিতা, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ অংশ নেন।


আরো সংবাদ



premium cement