২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্রবাসী লোকমান বিমানেই চলে গেলেন না ফেরার দেশে

-

গোয়াইনঘাটের প্রবাসী লোকমানের (৪৩) মাতৃভূমিতে পা রাখা হলো না। বিমানেই চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় সৌদি আরব জেদ্দা এয়ারপোর্ট থেকে বাংলাদেশগামী সৌদি এয়ারলাইন্সে। সরেজমিন জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই খলা গ্রামের মৃত নিছার আলীর পুত্র লোকমান আহমদ প্রায় ২ যুগ ধরে প্রবাসে (সৌদি আরব) থাকেন। তিনি দীর্ঘ দিন থেকে জটিল রোগে আক্রান্ত ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে দেশের মাটিতে চিকিৎসা নিতে শুক্রবার দুপুরে জেদ্দা থেকে জন্মভূমির উদ্দেশে রওনা দেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নামার ১০মিনিট পূর্বে বিমানেই লোকমান মারা যান। এ সময় বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন তার নিকটাত্মীয়। বিমানবালা লোকমানের সাথে থাকা ফোন থেকে একজন আত্মীয়ের ফোন নম্বরে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। একপর্যায়ে দূতাবাসের সহযোগিতায় রাত ১২টায় স্বজনরা লাশ গ্রহণ করে অ্যাম্বুলেন্সে গোয়াইনঘাটের উদ্দেশে রওয়ানা দেন। শনিবার সকাল ৮টায় লাশ নিয়ে বাড়িতে পৌঁছে। এ সময় স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। এ দিকে বেলা ১১টায় খলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।


আরো সংবাদ



premium cement