২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

  চট্টগ্রাম নগর জামায়াতের আলোচনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে : আ জ ম ওবায়েদুল্লাহ

-

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর নায়েবে আমির আ জ ম ওবায়েদুল্লাহ বলেছেন, ৭ নভেম্বর স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার গ্রহণের তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সেনাসদস্য ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে ওই সময়ের আধিপত্যবাদ সবাইকে ও দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারে দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আ জ ম ওবায়েদুল্লাহ বলেন, বর্তমানে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তাই সরকারের দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।
অনুষ্ঠানে আরো বক্ততা করেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, জামায়াত নেতা এম এ আলম চৌধুরী, মুহাম্মদ ইলিয়াছ, নুর হোসেন ও মুহাম্মদ ইসমাঈল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিপ্লব দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমান স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত ও গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

 


আরো সংবাদ



premium cement