১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

কর্তব্যে অবহেলা, বিমানের গ্রাউন্ড সুপারভাইজার বরখাস্ত

-

দায়িত্বে অবহেলার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার কাজী গিয়াস উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
বিমানের প্রশাসন শাখা থেকে ইস্যু হওয়া চিঠিতে উল্লেখ করা হয়Ñ ২১ অক্টোবর সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত কাজী গিয়াস উদ্দিনের (পি-৩৬৫৪১ গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার) ডিউটি ছিল ব্যাগেজ সার্ভিস ইউনিটে; কিন্তু তিনি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ব্যাগেজ ইউনিটের পরিবর্তে সকাল ৫টা ৪৪ মিনিটে কুয়ালালামপুরগামী (বিজি-০৮২) ফ্লাইটের যাত্রী চেক ইনের দায়িত্ব পালন করেন। ওই সময়ে চারজন যাত্রীকে অফলোডের পর আটক করে নিয়ে যায় একটি গোয়েন্দা সংস্থা। এতে বিমানের ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণœ হয়েছে। এ ধরনের আচরণ বিমান চাকরিবিধি পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।
চিঠিতে বলা হয়েছে, আপনার এ ধরনের অসদাচরণের কারণে বিমান কর্মচারী প্রবিধানমালার ৫৮-এর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আপনাকে বিমানের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।


আরো সংবাদ



premium cement