২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জহুর-তনয় আশফাকের স্মরণসভাসিএনসির

-

মৃত্যু আমাদের জীবনের একটি অনিবার্য ঘটনা। অন্য অনুষ্ঠানের জন্য সময় নির্বাচিত থাকে, শুধু এই চূড়ান্ত ক্ষণটির জন্য কোনো সময় নির্ধারণ করা থাকে না। এ জীবন একটি ট্রানজিট মাত্র। আমরা অন্য এক জগত থেকে এই জগতে এসেছি। এই জগত থেকে আবারো আরেক জগতে আমাদের যেতে হবে। বিষয়টি উপলব্ধি করতে পারলে মৃত্যু নিয়ে আমাদের ভাবনা আরো অর্থবহ হতো।
গত বুধবার অপরাহ্ণে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইফা, রাজউক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্থ পরিচালক কানাডা প্রবাসী জহুরুল ইসলাম তনয় আশফাক ইসলামের (৩০) স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি)। এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তৃতা করেন ঢাবি শিক্ষক প্রফেসর এম মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অ্যাডভোকেট মুহাম্মদ ফয়জুল কবীর, সিএনসির সভাপতি এম এ মালেক, নাট্যকার সাইদুর রহমান সাঈদ ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম। সূচনা বক্তৃতা করেন : সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement