২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

গাজীপুরে এক হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

-

গাজীপুরে র্যাব অভিযান চালিয়ে দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে র্যাব-১-এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল-মামুন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলোÑ গাজীপুর মহানগরের মৃত লুৎফর রহমানের ছেলে মো: আসাদুজ্জামান ওরফে বাদল (৪৯) এবং দিনাজপুর জেলার বিরামপুর থানার বিরামপুর ইসলাম পাড়া গ্রামের মো: রুস্তম আলীর মেয়ে মোসা: রুমি আক্তার রানী (২৭)।
র্যাব জানায়, গাজীপুর মহানগরের রাজবাড়ি এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন সংবাদ পায় র্যাব-১-এর সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র্যাব-১-এর সদস্যরা ওই রোডে প্রধান ডাকঘরের সামনের রাস্তায় অভিযান চালায়। এ সময় ওই ইয়াবা ডিলার বাদল ও রানীকে আটক করে তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা, ৮ হাজার টাকা ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে চোরাইপথে বিদেশ থেকে ইয়াবা আমদানি করে। পরে অভিনব কৌশলে সেগুলো দেশের বিভিন্ন এলাকা গাজীপুরে এনে বিক্রয় করে আসছিল।


আরো সংবাদ



premium cement
‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩

সকল