২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভিন্নমতকে সরকারসহ অঙ্গসংগঠন যেন সহ্যই করতে পারছে না : নারীপক্ষ

-

সব নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড। এ ঘটনায় নারীপক্ষ বাকরুদ্ধ। সরকারের ক্ষমতার প্রভাবে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। বিশ্বজিৎ থেকে শুরু করে আরো অনেকের সাথে এবার আবরার। ভিন্নমতকে সরকারসহ দলের কোনো অঙ্গসংগঠন যেন সহ্যই করতে পারছে না, আর এই চর্চার প্রতিফলনই আবরারসহ আগের সব হত্যাকাণ্ড। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্লিপ্ততা এবং ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের পক্ষ অবলম্বন করার ঘটনা আমাদের করেছে হতাশা ও ক্ষুব্ধ।
নারীপক্ষের বিবৃতিতে বলা হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা, নৃশংস, অমানবিক ও অমনুষ্য কর্মকাণ্ড এটাই প্রমাণ করে যে, দেশে আজ আইনশৃঙ্খলা এবং জবাবদিহিতার লেশমাত্র নেই। নারীপক্ষ দাবি জানাচ্ছে অতি দ্রুত আবরারের এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাজনীতির বেড়াজাল থেকে মুক্ত করতে সরকার উদ্যোগ নেবে। এ ছাড়া নারীপক্ষ বার বার বলে এসেছে দেশে আইনের শাসন শূন্যতে নেমে এসেছে। আবরারের হত্যাকাণ্ড সেই আইনের শাসনের অনুপস্থিতিরই ফলাফল। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement