২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অবৈধ স্থাপনা উচ্ছেদে কাওরানবাজারে আবারো ডিএনসিসির অভিযান

-

রাজধানীর কাওরানবাজারের ফুটপাথ দখল করা ক্ষুদ্র ব্যবসায়ীদের সরাতে আবারো অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে গতকাল দুপুরে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাথ দখলকারীদের উচ্ছেদ করা হয়। অভিযানের শুরুতে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করার পর অন্যরা নিজেরাই ফুটপাথ ও সড়ক খালি করে চলে যায়। মাসুদ হোসেন বলেন, ইতঃপূর্বে বারবার উচ্ছেদ করার পরও কিছু ক্ষুদ্র ব্যবসায়ী আবারো সড়ক ও ফুটপাথ দখল করে ব্যবসায় শুরু করে। কিন্তু মেয়র সিদ্ধান্ত নিয়েছেন কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাথে অবৈধ দখলদারদের থাকতে দেয়া হবে না। যতক্ষণ পর্যন্ত না ফুটপাথ মুক্ত হবে ততক্ষণ অভিযান চলতেই থাকবে। সেজন্য আবারো কাওরানবাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া ফার্মগেট থেকে বিজ্ঞান কলেজ হয়ে কাওরানবাজার সড়ক সম্প্রসারণের লক্ষ্যে একটি পানির হাউজও এ সময় অপসারণ করা হয়।


আরো সংবাদ



premium cement