২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শিশুদের যৌন হয়রানি রোধে ডুফার কর্মশালা

-

‘ঘর থেকেই শুরু হোক সচেতনতা’ এ প্রতিপাদ্য নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যৌন হয়রানি ও উৎপীড়ন রোধে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক কর্মশালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের এলামনাই সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) এ কর্মশালাটির আয়োজন করে। রাজধানীর নিকেতনে ডুফার কার্যালয়ে গত শুক্রবার তিনটি পৃথক অধিবেশনে এ কর্মশালায় অংশগ্রহণ করে বিভিন্নপর্যায়ের ৬০ জন স্কুলগামী শিক্ষার্থী। কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট সাইকো সোশ্যাল থেরাপিস্ট ও প্রশিক্ষক এবং ফ্রিডম উইদিন-এর ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার। রাজধানীর বিভিন্ন স্কুলের পাঁচ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এর আগে সকালে কর্মশালার উদ্বোধন হয়। ডুফা সভাপতি এ কে এম এনায়েত হোসেন পল্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর সৈয়দ নেয়ামুল, সানজিদা খান রিপা, সোহরাব হোসেন চৌধুরী সুমনসহ অন্যরা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement