১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বশেমুরবিপ্রবিতে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন চলছে

-

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে গতকাল ছুটির দিনেও অনশন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সহস্রাধিক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অনশন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত তিন দিন ধরে আন্দোলন অব্যাহত থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ড স্থবির হয়ে আছে। শিক্ষাজীবন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। তারা বলছেন, এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে।
সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ৮-১০ জন পুলিশ বসে আছে। ফটক দিয়ে কিছু দূর যেতেই সহস্রাধিক শিক্ষার্থীর সমাগম, তাদের ‘এক দফা এক দাবি ভিসি তুই কবে যাবি’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘ভিসির গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ বিভিন্ন ধরনের সেøাগান সেøাগানে মুখরিত হয়ে আছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখা নিয়ে মন্তব্য করার কারণে গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রসাশন।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিসির বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে গত ১৮ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ তুলে নেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ প্রত্যাহারের পাঁচ ঘণ্টা পর আন্দোলন শুরু করেন। বৃহস্পতিবার বিকেল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে আমরণ অনশনে নামেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন ভাঙবে না বলেও জানিয়েছেন তারা।
আইন বিভাগের দ্বিতীয় বর্ষের একাধিক শিক্ষার্থীর সাথে এ প্রতিবেদকের কথা হলে তারা বলেন, তাদের একটাই দাবি ভিসির পদত্যাগ। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শিক্ষার্থীরা আরো জানান, বৃহস্পতিবার বিকেল থেকে অনশন করতে থাকা শিক্ষার্থীদের মধ্যে দুইজন গতকাল সকালে অসুস্থ হয়ে পড়েন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ১৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি এসআই গৌতম রায়ের পবিবার মিলান-লিভারপুলের বিদায়, সেমিফাইনালে আটলন্টা-রোমা ঈদগাঁওতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু মুম্বইকে জয়ে ফেরালেন বুমরা

সকল