২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পেঁয়াজের বাজারে আগুন : কেজিতে বেড়েছে ২৫ টাকা

-

পেঁয়াজের বাজারে আগুন লেগেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রতি কেজি দেশী পেঁয়াজের মূল্য বেড়েছে ২৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভারত রফতানিমূল্য তিন গুণ বাড়ানোয় দেশের বাজারে এর প্রভাব পড়েছে। ২৫০ থেকে ৩০০ মার্কিন ডলারে বিক্রি হওয়া প্রতি টন পেঁয়াজের মূল্য ৮৫২ ডলার নির্ধারণ করে দিয়েছে ভারতের কাঁচা পণ্য নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাপিড। তবে, বাণিজ্য মন্ত্রণালয় বলছে, গত ৪৮ ঘণ্টার মধ্যে ৮৫২ মার্কিন ডলার টনদরে কোনো পেঁয়াজ দেশে আমদানি হয়নি। অথচ কেজিতে ২৫ টাকা বাড়তি গুনতে হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে। বাংলা ট্রিবিউন।
এ দিকে, তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিতে রোববার বিকেলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যানকে ডেকে খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি। সোমবার সকাল থেকেই খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। কিন্তু সোমবার ন্যায্যমূল্যে বিক্রির জন্য পেঁয়াজ নিয়ে মাঠে নামেনি টিসিবি।
জানা গেছে, টিসিবির কাছে এই মুহূর্তে কোনো পেঁয়াজ নেই। মাঠে নামতে হলে আগে টিসিবিকে পেঁয়াজ কিনতে হবে। এরপর বিক্রি। কবে, কোথা থেকে কিভাবে পেঁয়াজ কিনে তা বিক্রির জন্য মাঠে নামবে, তার কোনো রূপরেখাও এই মুহূর্তে টিসিবির কাছে নেই।
এ প্রসঙ্গে জানতে চাইলে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীরের পক্ষে তার একান্ত সচিব ও টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ‘নির্দেশ থাকলেও সোমবার থেকে বিক্রির কার্যক্রম শুরু করতে পারেনি টিসিবি। আশা করছি, ১৭ সেপ্টেম্বর থেকে খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু করা যাবে।’ তিনি আরো বলেন, ‘আপাতত রাজধানীতে কমপক্ষে পাঁচটি পয়েন্টে এ কার্যক্রম শুরু হবে।’
হুমায়ুন কবির আরো বলেন, ‘কত টাকায় পেঁয়াজ বিক্রি করবে টিসিবি, তা এখনও ঠিক করা হয়নি।’
এ দিকে, ভারতের পেঁয়াজের মূল্যবৃদ্ধির সংবাদকে পুঁজি করে ব্যবসায়ীরা দেশীয় পেঁয়াজের মূল্য বাড়িয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘মূল্য বাড়িয়েছে ভারত তাদের উৎপাদিত পেঁয়াজের। কিন্তু দেশী পেঁয়াজের মূল্য বাড়ার কোনো যুক্তি নেই। এ ছাড়া, বাড়তি মূল্যে পেঁয়াজ কেনাবেচা তো শুরুই হয়নি। এলসি খোলার পরও তো পেঁয়াজ দেশে আসতে সময় লাগে। কিন্তু এর আগেই অসাধু ব্যবসায়ীরা মূল্য বাড়িয়ে পেঁয়াজের বাজারকে অস্থির করে তুলেছেন।’


আরো সংবাদ



premium cement
চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে

সকল