১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় ৫ লক্ষাধিক টাকা নিয়ে দোকান কর্মচারীর চম্পট

-

খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকার সাতক্ষীরা বেকারি নামে এক দোকানের সেল্সম্যান মো: লায়েক আহমেদ ৮১ হাজার টাকাসহ ৫ লাখ ১৩ হাজার ৪০৮ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।
সাতক্ষীরা বেকারির স্বত্বাধিকারী খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিনের জামাতা মো: শাহাবুদ্দীন আলম জানান, লায়েক আহমেদ ২০১৭ সালের ১ মার্চ কাজে যোগদান করে। সে দোকানের মাহেন্দ্র পিকআপ ( ঢাকা মেট্রো ন-১১-১৬৯৭) নিয়ে বেকারির মালামাল খুলনার বাইরে বিক্রি করে আসছিল। এক সময় বিভিন্ন অজুহাতে সে ৪ লাখ ৩২ হাজার ৪০০ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করে। এ জন্য প্রতি মাসে তার বেতন থেকে ১৭ হাজার টাকা পরিশোধ করার অঙ্গীকার করে সে আবার কাজ করতে থাকে। সর্বশেষ গত ২৭ জুলাই লায়েক পিকআপে ৮১ হাজার টাকা বেকারির মালামাল নিয়ে মোল্লারহাট যায়। তারপর সে আর ফেরত আসেনি। খোঁজ খবর নিয়ে একপর্যায়ে জানা যায়, মোল্লারহাটের জনৈক জান্নাত হোসেনের কাছে গাড়ি রেখে বিভিন্ন দোকানে টাকা আদায়ের কথা বলে সে চলে যায়। ওখান থেকে গাড়িটি উদ্ধার করা হলেও সেল্সম্যান লায়েক আহমেদকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।

 


আরো সংবাদ



premium cement