২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শুরু হচ্ছে মালয়েশিয়ান শিক্ষামেলা

-

‘এশিয়ার ইউরোপ’ খ্যাত মালয়েশিয়ায় পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য উইনিং ম্যাগনিটিউট এবং মেন্টরসের উদ্যোগে বাংলাদেশে ‘মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ২০১৯’ শীর্ষক এক শিক্ষামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ও ১৪ সেপ্টেম্বর হোটেল সারিনাতে (বাসা-২৭, রোড-১৭, বনানী, ঢাকা) বসবে মালয়েশিয়াতে পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থীদের মিলনমেলা। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলা মেলায় শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। মেলায় মালয়েশিয়ার নামকরা সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনীত শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করবেন। উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলোÑ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, কার্টিন ইউনিভার্সিটি, সাইবারজায়া ইউনিভার্সিটি, কলেজ অব মেডিক্যাল সায়েন্সেস, সেগি ইউনিভার্সিটি, টেইলরস ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি, ইউনিটার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া ও ইউনিভার্সিটি অব সাউথহ্যামটন। মেলা সম্পর্কে মেন্টরসের বাংলাদেশ প্রতিনিধি প্রদীপ রায় জানান, মেলায় শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার শিক্ষাব্যবস্থার সব ধরনের তথ্য তুলে ধরা হবে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্র্কে শিক্ষার্থীর স্বচ্ছ ধারণা থাকতেই হবে। এ ছাড়া মেলায় মালয়েশিয়ার বিভিন্ন বিশ^বিদ্যালয়ের লেখাপড়ার মান, আবেদন প্রক্রিয়া, ভ্রমণ, বাসস্থান, আইইএলটিএস সম্পর্কে জানাতে বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। মেলা পরিদর্শন করতে শিক্ষার্থীদের এই লিঙ্কে গিয়ে যঃঃঢ়://নরঃ.ষু/সধষধুংরধহীঢ়ড়২০১৯ প্রাক নিবন্ধন করতে হবে।
যোগাযোগ : ০১৭১৩২৪৩৪২৩, ০১৭০১২১৫৯৮৩। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement