২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কাশ্মির ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় : মুসলিম লীগ

-

যারা কাশ্মির ইস্যুকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলছেন তাদের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ বলেছেন, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহেরলাল নেহেরু কাশ্মির সমস্যাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেননি। ১৯৪৮ সালের ১ জানুয়ারি কাশ্মির বিরোধের সমাধান ও নিষ্পত্তির জন্য জাতিসঙ্ঘের নীতিমালার ষষ্ঠ অধ্যায়ের ৩৫ ধারায় নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বিরুদ্ধে পণ্ডিত জওয়াহেরলাল নেহেরু অভিযোগ দায়ের করে কাশ্মির ইস্যুকে হিন্দুস্থানের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। এই অভিযোগের ভিত্তিতে ১৯৪৮ সালের ১৩ আগস্ট জাতিসঙ্ঘের গৃহীত গণভোটের প্রস্তাবটি এবং অধিকৃত কাশ্মির নিয়ে জাতিসঙ্ঘের সাম্প্রতিক বৈঠক প্রমাণ করেছে যে, কাশ্মির ইস্যুটি কোনো বিধানেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়।
গতকাল বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে দলের পল্টন প্রধান কার্যালয়ে দলের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ কথা বলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement