২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে : ইসলামী আন্দোলন

-

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে। আখাউড়া সীমান্তে ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্ত খুঁটি উপড়ে ফেলে ৪০০ মিটার বাংলাদেশের ভেতর ঢুকে ভারতের সীমান্ত খুঁটি স্থাপন করে। স্থানীয় জনগণ প্রতিবাদ করলে তাদের ওপর গুলি করে এবং গরু ছিনিয়ে নেয়। কিন্তু বাংলাদেশের বিজিবি নওজোয়ানরা জোরালো কোনো প্রতিবাদ করেনি। অন্য দিকে ইন্ডিয়ায় চাকমা সম্প্রদায় পার্বত্য অঞ্চলকে ভারতের অংশ হিসেবে দাবি করে মানববন্ধন করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন জেলাকে ভারতের অংশ হিসেবে ঘোষণা করছে। প্রিয়া সাহা দেশের বাইরে গিয়ে দেশবিরোধী বক্তব্য দিয়ে পার পেয়ে যাচ্ছে। এসবের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য না দিয়ে এসব ষড়যন্ত্র ও চক্রান্ত নীরবে সহ্য করে নেয়ার মানসিকতা দেশপ্রেমিক নাগরিকদের ভাবিয়ে তুলছে।
বিবৃতিতে তারা আরো বলেন, বাংলাদেশ নিয়ে যে ধরনের ষড়যন্ত্র চলছে সরকারকে এ ধরনের বক্তব্যের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। তারা বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সফরে এসে কাশ্মির ইস্যুতে ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলে চুপ থাকার পরামর্শ দিয়ে গেছেন। কাশ্মিরে ভারত সরকারের নৃশংসতা ও পুরো ভারতজুড়ে হিন্দুত্ববাদী উগ্র হিন্দু সন্ত্রাসীদের বর্বরতাকে অভ্যন্তরীণ ইস্যু বলে চুপ থাকার সুযোগ নেই। এখানে মানবতা ও মুসলিম নিধনযজ্ঞতা স্পষ্ট। এখানে চুপ থাকার সুযোগ নেই। প্রতিবাদ করতে হবে, শতকরা ৯২ ভাগ মুসলিমপ্রধান দেশ বাংলাদেশের অবস্থান স্পষ্ট করতে হবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement