২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

৭৫-এর পরিকল্পনাকারীদের বিচারে জাতীয় কমিশন গঠনের দাবি

-

৭৫-এর প্রোপটের পরিকল্পনাকারী, হত্যাকারী বেনিফিশিয়ারি সমর্থনকারীসহ এর সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। জাতীয় শোক দিবস উপলে গতকাল রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে অলিউর রহমানের সভাপতিত্বে গুলশান থানা যুব সংহতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্টির যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় এ দাবি জানিয়ে বলেন, জড়িতদের সব ধরনের প্রতিষ্ঠানগুলোও কালো তালিকাভুক্ত করতে হবে। বাংলাদেশে এমন সহিংসতা ভবিষ্যতে যেন জন্ম না দিতে পারে সেজন্য ৭৫-এর ঘটনার সাথে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, ৭৫-এর প্রোপট সৃষ্টি করতে যারা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে যারা বিচারের বাইরে রয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তারা এখন কে কোন দলে আছে, তা চিহ্নিত করতে হবে। এদের থেকে সতর্ক না হলে দেশের অগ্রযাত্রা, উন্নয়ন ও অর্থনীতির চাকা বাধাগ্রস্ত হবে। কারণ তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাদের পরবর্তী প্রজন্মও যদি দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরও বিচারের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপা যুগ্ম মহাসচিব মনিরুল ইসলাম মিলন, ফজলুল হক ফজলু, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, নুর জামাল, কামাল হোসেন প্রমুখ।
মোস্তফা জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গতকাল বিগত দিনে পার্টির সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে মোস্তফা আল মাহমুদকে পদোন্নতি দিয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান করেছেন।


আরো সংবাদ



premium cement