২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা হ্রাস

-

ঢাকা ও ঢাকার বাইরে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা যথাক্রমে ২ ও ৫ শতাংশ কমেছে। কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির (২১আগস্ট পর্যন্ত) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় (২০-২১আগস্ট) নতুন ভর্তি রোগী ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ১ হাজার ৬২৬ ও ১ হাজার ৮১৮ জন।
প্রাপ্ত তথ্য অনুসারে, ঢাকায় নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৭১১ ও ৭৬৪ জন। ঢাকার বাইরে নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৯১৫ ও ১ হাজার ৫৪ জন। সারা দেশে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৬,২৭৮ জন, যা আগের দিনের তুলনায় ৩ শতাংশ কম। ঢাকা মহানগরীতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা, ৩ হাজার ৩৬০ জন। ঢাকার বাইরে মোট ভর্তি রোগীর সংখ্যা, ২ হাজার ৯১৮ জন।

 


আরো সংবাদ



premium cement