২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : খালেদা জিয়ার মুক্তি দাবি

-

দেশের বিভিন্নস্থানে গতকাল বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভা-সমাবেশে বক্তারা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: শাহাদাত হোসেন বলেছেন, বিগত ১০ বছরে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ১২ লাখ মামলায় ২৫ লাখ আসামি করা হয়েছে। সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে অনেকেই ঘরবাড়ি ছাড়া হয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। আর ভোটারবিহীন সরকারের শিল্পমন্ত্রী বলেছেন, বিএনপি ৩০ ট্রাক চামড়া কিনে রাস্তায় ফেলে দিয়েছে। আওয়ামী সিন্ডিকেট চামড়া ব্যবসায়ীদের কারসাজির কারণে চামড়া শিল্পের এ করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। শিল্পমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে বিএনপির ওপর দোষ চাপিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে। এ ধরনের অবান্তর, অনৈতিক ও কাল্পনিক বক্তব্য দেয়ার জন্য জাতির কাছে তার ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত।
গতকাল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার নজিরবিহীন দরপতন সরকারের ব্যর্থতা বিএনপির ঘাড়ে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। বিনা ভোটের সরকারের অবৈধ শিল্পমন্ত্রী বলছে সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপিই কোরবানি পশুর চামড়া কিনে ফেলে দিয়েছে। শিল্পমন্ত্রীর এমন বক্তব্য ‘হাস্যকর ও আজগুবি’। মন্ত্রীর এমন বক্তব্য জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়? এমন হাস্যকর বক্তব্যবের জন্য শিল্পমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তারা দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুপরিকল্পিতভাবে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এখন তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। তাদের মন্ত্রী-এমপিরা অর্বাচীনের মতো কথা বলছে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, যুগ্ম সম্পাদক মো: শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, কাউন্সিলর আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, নগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ প্রমুখ।
বগুড়া অফিস জানায়, বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না। এ আন্দোলনে স্বেচ্ছাসেবকদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সুনামগঞ্জ সংবাদদাতা জানান, শহরের পুরাতন বাসস্টেশন এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা র্যালি বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শহরের চৌরাস্তা সংলগ্ন দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
নওগাঁ সংবাদদাতা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজ উদ্দীন, যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, মোস্তাফিজুর রহমান, নওগাঁ পৌরমেয়র ও সাবেক জেলা সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, মামুনুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আযম টুটুল ও মহাদেবপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ রাজু প্রমুখ বক্তব্য রাখেন।
শরীয়তপুর সংবাদদাতা জানান, পৃথক পৃথকভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটার মধ্য দিয়ে গতকাল শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের একাংশের উদ্যোগে যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ কাজির সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নোয়াখালী সংবাদদাতা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিকে সামনে নিয়ে নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
গতকাল জেলা শহর মাইজদীর রশিদ কলোনি এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো: শাহজাহানের বাসভবনে এ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, স্বেচ্ছাসেবক জেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
যশোর অফিস জানায়, খালেদা জিয়ার মুক্তির দাবি ও আলোচনা সভার মাধ্যমে যশোরে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের লালদীঘির দলীয় কার্যলয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে দেশে বাকশালী শাসন কায়েম করেছে। গুম, খুন, নির্যাতন-নিপীড়ন আর অপহরণের মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়োকে অবৈধভাবে জেলে আটকে রাখা হয়েছে। এ থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ময়মনসিংহ অফিস জানায়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরুর সভাপতিত্বে এবং মহানগর সভাপতি আতাহার উদ্দিন তালুকদার রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গৌরীপুর শহরের শান্তিবাগ এলাকায় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনা ও স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ষোলশহর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ, হজরত শাহ আমানত রহ: মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট সংবাদদাতা জানান, জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিকুল আলম বুলুর সভাপত্বিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মণ্ডল।
সভায় অসুস্থ বেগম জিয়াকে দ্রুত মুক্তির দাবি এবং তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
ষ নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্নস্থানে গতকাল বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভা-সমাবেশে বক্তারা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: শাহাদাত হোসেন বলেছেন, বিগত ১০ বছরে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ১২ লাখ মামলায় ২৫ লাখ আসামি করা হয়েছে। সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে অনেকেই ঘরবাড়ি ছাড়া হয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। আর ভোটারবিহীন সরকারের শিল্পমন্ত্রী বলেছেন, বিএনপি ৩০ ট্রাক চামড়া কিনে রাস্তায় ফেলে দিয়েছে। আওয়ামী সিন্ডিকেট চামড়া ব্যবসায়ীদের কারসাজির কারণে চামড়া শিল্পের এ করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। শিল্পমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে বিএনপির ওপর দোষ চাপিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে। এ ধরনের অবান্তর, অনৈতিক ও কাল্পনিক বক্তব্য দেয়ার জন্য জাতির কাছে তার ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত।
গতকাল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার নজিরবিহীন দরপতন সরকারের ব্যর্থতা বিএনপির ঘাড়ে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। বিনা ভোটের সরকারের অবৈধ শিল্পমন্ত্রী বলছে সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপিই কোরবানি পশুর চামড়া কিনে ফেলে দিয়েছে। শিল্পমন্ত্রীর এমন বক্তব্য ‘হাস্যকর ও আজগুবি’। মন্ত্রীর এমন বক্তব্য জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়? এমন হাস্যকর বক্তব্যবের জন্য শিল্পমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তারা দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুপরিকল্পিতভাবে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এখন তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। তাদের মন্ত্রী-এমপিরা অর্বাচীনের মতো কথা বলছে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, যুগ্ম সম্পাদক মো: শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, কাউন্সিলর আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, নগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ প্রমুখ।
বগুড়া অফিস জানায়, বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না। এ আন্দোলনে স্বেচ্ছাসেবকদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সুনামগঞ্জ সংবাদদাতা জানান, শহরের পুরাতন বাসস্টেশন এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা র্যালি বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।
ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শহরের চৌরাস্তা সংলগ্ন দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
নওগাঁ সংবাদদাতা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজ উদ্দীন, যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, মোস্তাফিজুর রহমান, নওগাঁ পৌরমেয়র ও সাবেক জেলা সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, মামুনুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আযম টুটুল ও মহাদেবপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ রাজু প্রমুখ বক্তব্য রাখেন।
শরীয়তপুর সংবাদদাতা জানান, পৃথক পৃথকভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটার মধ্য দিয়ে গতকাল শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের একাংশের উদ্যোগে যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ কাজির সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নোয়াখালী সংবাদদাতা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিকে সামনে নিয়ে নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
গতকাল জেলা শহর মাইজদীর রশিদ কলোনি এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো: শাহজাহানের বাসভবনে এ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, স্বেচ্ছাসেবক জেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
যশোর অফিস জানায়, খালেদা জিয়ার মুক্তির দাবি ও আলোচনা সভার মাধ্যমে যশোরে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের লালদীঘির দলীয় কার্যলয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম বলেছেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে দেশে বাকশালী শাসন কায়েম করেছে। গুম, খুন, নির্যাতন-নিপীড়ন আর অপহরণের মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়োকে অবৈধভাবে জেলে আটকে রাখা হয়েছে। এ থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ময়মনসিংহ অফিস জানায়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরুর সভাপতিত্বে এবং মহানগর সভাপতি আতাহার উদ্দিন তালুকদার রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গৌরীপুর শহরের শান্তিবাগ এলাকায় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনা ও স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ষোলশহর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ, হজরত শাহ আমানত রহ: মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট সংবাদদাতা জানান, জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিকুল আলম বুলুর সভাপত্বিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মণ্ডল।
সভায় অসুস্থ বেগম জিয়াকে দ্রুত মুক্তির দাবি এবং তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।


আরো সংবাদ



premium cement
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুরের ইন্তেকাল থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী

সকল