২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাঙ্গামাটিতে সন্ত্রাসী হামলার পর বান্দরবানে নিরাপত্তা জোরদার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চৌকি

-

পার্বত্য জেলা বান্দরবানের পার্শ^বর্তী রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর টহল দলের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনার পর বান্দরবানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বান্দরবানের অন্তত চারটি জায়গায় অস্থায়ী নিরাপত্তা চৌকি বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি চালাচ্ছে। এ ছাড়া বেশ কয়েকটি টহল দল সম্ভাব্য এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। সন্ত্রাসীরা অবস্থান নিতে পারে এমন সম্ভাব্য স্থানগুলোতে বান্দরবানে সেনাবাহিনীর বেশ কয়েকটি দল অভিযান চালাচ্ছে। বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানিয়েছেন, বান্দরবানের রাজবিলা ইউনিয়নের পার্শ^বর্তী রাঙ্গামাটির রাজস্থলী এলাকায় সেনাবাহিনীর একটি টহলদলের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় হতাহত হওয়ার পর সম্ভাব্য এলাকাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান শুরু করেছে। নিরাপত্তা বাহিনী ধারণা করছে সন্ত্রাসীরা হামলার পর বান্দরবান সীমান্তে বনাঞ্চলে তারা আশ্রয় নিতে পারে। এ ধারণা থেকে রাজবিলা ইউনিয়নের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে রাজস্থলীর পার্শ^বর্তী বান্দরবানের রাজবিলা কুহালং, বাগমারা, আন্তাহা পাড়াসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, রোববার বেলা ১১টার দিকে বান্দরবানের পার্শ^বর্তী রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের পাইদু পাড়া এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে এ ধরনের খবর পেয়ে সেখানে একটি সেনাবাহিনীর টহল দল গেলে তাদের ওপর আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা গুলি করে। এতে মো: নাসিম মিয়া নামে সেনাবাহিনীর ২৩ ইস্টবেঙ্গলের এক সৈনিক নিহত ও দু’জন আহত হন। নিহত সৈনিকের বাড়ি ময়মনসিংহ জেলায়। হামলার পর গুলিবিদ্ধ সৈনিককে হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার পর রাঙ্গামাটির রাজস্থলী ও বান্দরবানের রাজবিলা এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। কারা হামলা করেছে এখনো নিশ্চিত করে জানা না গেলেও স্থানীয়রা বলছেন হামলাকারীরা জনসংহতি সমিতির সদস্য।

 


আরো সংবাদ



premium cement