১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নওগাঁ প্রতিবন্ধীদের মাঝে ১৬ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা বিতরণ

-

জেলায় বিগত ২০১৮-১৯ আর্থিক বছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচির আওতায় মোট ১৯ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মধ্যে ১৬ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়েছে। বিগত অর্থবছরে সংশ্লিষ্ট খাতে এ পরিমাণ অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ শতভাগ বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদফতর এ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
সমাজসেবা অধিদফতরের উপপরিচালক নুর মোহাম্মদ জানিয়েছেন, জেলা প্রশাসকের প্রত্যক্ষ তদারকিতে এবং জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় এ ভাতা কার্যক্রম সফলভাবে সম্পাদিত হয়েছে। এ কর্মসূচিতে প্রত্যেক উপকারভোগীকে মাসিক ৭০০ টাকা হারে বছরে আট হাজার ৪০০ টাকা করে বিতরণ করা হয়েছে।
তার দেয়া তথ্য অনুযায়ী জেলার ১১টি উপজেলায় উপজেলাভিত্তিক অসচ্ছল প্রতিবন্ধীর সংখ্যা এবং তাদের অনুকূলে বিতরণকৃত অর্থের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় এক হাজার ৯৯১ জন উপকারভোগীর মধ্যে এক কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৪০০ টাকা, পোরশা উপজেলায় এক হাজার ১০৫ জন উপকারভোগীর মধ্যে ৯২ লাখ ৮২ হাজার টাকা, পতœীতলা উপজেলায় এক হাজার ৭৩৪ জন উপকারভোগীর মধ্যে এক কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা, ধামইরহাট উপজেলায় এক হাজার ৪০০ জন উপকারভোগীর মধ্যে এক কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা, রানীনগর উপজেলায় এক হাজার ৫১৬ জন উপকারভোগীর মধ্যে এক কোটি ২৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা, মান্দা উপজেলায় দুই হাজার ৯৩৪ জন উপকারভোগীর মধ্যে দুই কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা, নিয়ামতপুর উপজেলায় এক হাজার ৯০৮ জন উপকারভোগীর মধ্যে এক কোটি ৬০ লাখ ২৭ হাজার ২০০ টাকা, আত্রাই উপজেলায় এক হাজার ৪৭১ জন উপকারভোগীর মধ্যে এক কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা, সাপাহার উপজেলায় এক হাজার ১৫৭ জন উপকারভোগীর মধ্যে ৯৭ লাখ ১৮ হাজার ৮০০ টাকা, মহাদেবপুর উপজেলায় দুই হাজার ২০২ জন উপকারভোগীর মধ্যে এক কোটি ৮৪ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা, বদলগাছি উপজেলায় এক হাজার ৫৮০ জন উপকারভোগীর মধ্যে এক কোটি ৩২ লাখ ৭২ হাজার টাকা এবং নওগাঁ পৌরসভায় ইউসিডির আওতায় ৮৮১ জন উপকারভোগীর মধ্যে ৭৪ লাখ ৪০০ টাকা।
নওগাঁর জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ এ ব্যাপারে বলেছেন, বর্তমান সরকারের জনমুখী কর্মসূচির মধ্যে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমগুলো দেশের মুক্তিযোদ্ধা, অসহায়, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা বিতরণের মতো কল্যাণমুখী কর্মসূচি এত ব্যাপকভাবে কোনো সরকার গ্রহণ করেনি।

 


আরো সংবাদ



premium cement
মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

সকল