২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নাগেশ্বরীর নাওডাঙ্গা ব্রিজে দুর্ঘটনার আশঙ্কা : ভোগান্তিতে ১৫ গ্রামের মানুষ

-

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মরণফাঁদে পরিণত হয়েছে নাওডাঙ্গা ব্রিজ। সংযোগ সড়কটিও কাঁচা হওয়ায় বর্ষায় এটির বেহাল অবস্থা হয়েছে। ব্রিজের দু’পাশের রেলিং ভেঙে গেছে অনেক আগেই এবং পাটাতনেও খানাখন্দ ও গর্ত। ব্রিজের মাঝখানে ভেঙে পড়েছে অনেকখানি। দেখলেই ভয়ে আঁতকে ওঠে বুক। তাই ভারী যানবাহন চলাচল বন্ধ প্রায় দুই বছর ধরে। ব্রিজটি যেকোনো মুহূর্তে ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ব্রিজটি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপতি থেকে সন্তোষপুর, নাওডাঙ্গাপাড়া, কুটি নাওডাঙ্গা স্কুলেরহাট, তালেবেরহাট হয়ে বায়তুল্লার মোড় পর্যন্ত চার কিলোমিটার কাঁচা রাস্তার মাঝামাঝি নাওডাঙ্গা ও নিমকুশ্যা বিলের ওপর নির্মিত। এ ব্রিজের ওপরে দিয়ে যাতায়াত করে নেওয়াশী, রায়গঞ্জ, সন্তোষপুর, রামখানা ইউনিয়নের ব্যাপারীহাট, নিলুরখামার, গোপালপুর, ধনী গাগলা, শিয়ালকান্দা, আমতলা, উত্তম খানা, গাগলা, তালেবেরহাট, কুটি নাওডাঙ্গা এলাকাসহ চার ইউনিয়নের প্রায় ১৫ গ্রামের ২০ হাজার মানুষ।
এ ছাড়াও সন্তোষপুর আদর্শ উচ্চবিদ্যালয়, সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয়, কুটি নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৃষ্টি মডেল পাবলিক স্কুল ও সূর্যমুখী শিশু নিকেতনসহ কয়েকটি স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। রাতের অন্ধকারে পথ চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। ব্রিজের করুণ অবস্থা হওয়ায় ভয়ে স্কুলেও যেতে চায় না কোমলমতি শিক্ষার্থীরা। এলাকাবাসীর দাবিÑ অবিলম্বে এই ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করে চার কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকা করা হোক।
ব্যবসায়ী হারুন-উর রশিদ, হাসেম আলি, মশিউর রহমান বাবলুসহ স্থানীয়রা বলেন, এ ব্রিজ দিয়ে ভারী কোনো মালামাল পার করা যায় না। সংযোগসড়কটিও কাঁচা হওয়ায় এটার অবস্থাও অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টিতে হাঁটুকাদা হয়ে যায়। অথচ এ দিকে দৃষ্টি নেই কর্তৃপক্ষের। জনস্বার্থে জরুরিভাবে নতুন ব্রিজ নির্মাণ ও কাঁচা রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ডের রাজা-রাণীর সাথেপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা

সকল