২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রুয়েট শিক্ষককে মারধরের ঘটনায় স্ত্রীর মামলা, কেউ গ্রেফতার হয়নি

-

স্ত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক রাশিদুল ইসলামকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাশিদুল ইসলামের স্ত্রী তাবাসসুম ফারজানা বাদি হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, মামলায় অজ্ঞাত আটজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজন ছেলে এবং চারজন মেয়ে। তাদের সবার বয়স ২০ বছরের মধ্যে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
গত ১০ আগস্ট রাতে রাজশাহী নগরীর ব্যস্ততম মনিচত্বর এলাকায় বখাটেদের পিটুনির শিকার হন রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক রাশিদুল ইসলাম।
বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যাচ্ছে না। তবে তারা বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত কাজ শুরু করেছেন।


আরো সংবাদ



premium cement