২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঢাবিতে ছাত্রলীগের ক্লাসে ফেরার পাল্টা আন্দোলনে ইডেন কলেজের নেত্রীরা

-

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজ অধিভুক্তি বাতিলে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচির বিপরীতে ছাত্রলীগের ক্লাসে ফেরার আন্দোলনে ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রীদের এনে কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ক্যাম্পাসের পরিবেশ বিনষ্ট করতে এর আগেও ইডেন কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ে আসার অভিযোগ তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ নেত্রীদের ফেসবুক টাইমলাইনে দেয়া ছবিতে এ অভিযোগের সত্যতা মিলে।
জানা যায়, সাত কলেজ সঙ্কটের স্থায়ী সমাধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার পরিবেশ নির্বিঘœ তথা ক্লাস-পরীক্ষা সচল রাখার দাবিতে ঢাবি ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ। গতকাল দুপুরে ভিসির অনুপস্থিতিতে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ কর্মসূচিতে ঢাবি অধিভুক্ত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। পাশাপাশি ঢাকা কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরাও এতে অংশ নেন বলে অভিযোগ ওঠে।
দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সরেজমিন দেখা যায়, সেখানে ছাত্রলীগের সমাবেশ চলছে। সমাবেশে ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী, ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তবে, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও তার অনুসারীদের কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি।
সূত্র জানায়, আজ বুধবার ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে নিজেদের উপস্থিতির জানান দিতেই কলেজ ছাত্রলীগের নেত্রীরা কেন্দ্রীয় ছাত্রলীগের অধিভুক্তি সঙ্কট সমাধানের এ কর্মসূচিতে অংশ নেয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের এ কর্মসূচিতে ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামান্না জাহান রাইভা, জান্নাতারা জান্নাত, ইফরাত জাহান ইতি, পাপিয়া রায়, সদস্য নুজহাত ফারিয়া রোকসানা, নাহিদা চৌধুরী রাকা, ফারিয়া মল্লিক, আফরোজা রোশনী, আনিসা আলমসহ অন্তত ২৯ জন নেত্রী এতে অংশ নেয়।
এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী নয়া দিগন্তকে বলেন, এর আগে বিভিন্ন যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ নিজেদের নাম পরিচয় গোপন রাখার ভয়ে ঢাকা কলেজ ও উডেন কলেজের নেতানেত্রীদের নিয়ে এসে ক্যাম্পাসে চালানোর নজির রয়েছে। হতে পারে এটাও তারই একটা অংশ।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ফোন দিলেও তাদের পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement