১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

উত্তরায় কিশোর গ্যাংয়ের ১৪ জন গ্রেফতার

-

রাজধানীর উত্তরা থেকে ফার্স্ট হিটার বস (এফএইচবি) নামে একটি কিশোর গ্যাং গ্রুপের ১৪ জন গ্রেফতার করেছে র্যাব-১। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং দুইটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑ বিশু চন্দ্র শীল, নাঈম মিয়া, ইয়াসিন আরাফাত, আসিফ মাহমুদ, ফরহাদ হোসেন, আলামিন হোসেন, বিজয়, সিফাত, মুন্না, তানভীর, আকাশ, মেরাজুল, হযরত আলী ও রাজিব। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো: সারওয়ার-বিন-কাশেম জানান, রাজধানীর উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গী, উত্তরখান, দক্ষিণখান ও পার্শ¦বর্তী এলাকায় কিছুদিন ধরে কয়েকটি কিশোর গ্যাং দৌরাত্ম্য চালাচ্ছে। এই গ্রুপের সদস্যরা এলাকার আধিপত্য বিস্তার, স্কুল-কলেজে র্যাগিং করা, স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন, ছিনতাই, উচ্চ শব্দ করে মোটরসাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা, ছিনতাই, অশ্লীল ভিডিও শেয়ার করাসহ এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বিভিন্ন অনুষ্ঠানের নামে উচ্চ শব্দে গান বাজিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের অপকর্মের বাধা দিতে গিয়ে কেউ কেউ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে।
তিনি আরো জানান, গ্যাং ভিত্তিক এদের নিজস্ব লোগো রয়েছে যা দেয়াল লিখন ও ফেইসবুকে ব্যবহার করে। এরা ফেইসবুকে এক গ্রুপ অন্য গ্রুপকে হুমকি দেয়। কিশোর গ্যাং গ্রুপের অন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটেছে।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রুপের সদস্যরা পিএসবি নামে একটি ড্যান্স গ্রুপের মাধ্যমে সদস্য সংগ্রহ করে। গ্রেফতার হওয়া বিশুর ড্যান্স বিষয়ে কোনো প্রশিক্ষণ না থাকলেও উঠতি বয়সী ছেলেদের গ্রুপে আকৃষ্ট করার জন্য ড্যান্স গ্রুপ পরিচালনা করে। বাবা-মা’র উদাসীনতার সুযোগে গ্রেফতার হওয়া কিশোররা গ্যাং কালচারের মাধ্যমে অপরাধে জড়িয়ে পড়েছে বলে র্যাব কর্মকর্তারা জানায়।


আরো সংবাদ



premium cement
বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে? জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

সকল