১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এরশাদের আসনে উপনির্বাচন একক প্রার্থী দেয়া নিয়ে মহাজোটে বিভক্তি

-

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে মহাজোটের একক প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিতে বিভক্তি দেখা দিয়েছে। গত নির্বাচনে এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে বিজয়ী হন এরশাদ। সে কারণে উপনির্বাচনেও জাপা এ আসনটি পাওয়ার দাবিদার। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এ উপনির্বাচনে আ’লীগ একক প্রার্থী দেবে। অন্য দিকে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, এ আসনে মহাজোটগতভাবেই নির্বাচন হবে।
গত ১৪ জুলাই সকালে মারা যান এরশাদ। ১৬ জুলাই জাতীয় সংসদ সচিবালয় আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করে। সংবিধান অনুযায়ী আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে উপনির্বাচন হবে। এরশাদের অবর্তমানে এ আসনটি জাপার ধরে রাখা স্থানীয় নেতাকর্মীদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্য দিকে আ’লীগও চাইছে উপনির্বাচনে আসনটি জিতে রংপুর অঞ্চলে দলের প্রভাব বাড়াতে।
এ প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা নয়া দিগন্তেকে বলেন, শূন্য হওয়া রংপুর-৩ আসনটি আমাদের দলীয় প্রধানের আসন। অতীতেও এ আসনে আমরা জোটগত নির্বাচন করেছি। উপনির্বাচনও সেভাবেই হবে ইনশা আল্লাহ। প্রার্থিতার ব্যাপারে তিনি বলেন, প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে পারিবারিক ও রাজনৈতিক দু’টি বিষয়ই আছে। সে ক্ষেত্রে জাপার প্রেসিডিয়াম বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, আমরা এ আসনটিতে শিক্ষিত, মার্জিত, বিনয়ী এবং দলীয় নেতাকর্মীদের আস্থাভাজন একজন প্রার্থীকে চুজ করতে চাই। যে মানুষটি আমাদের স্যারের মতো সব সময় সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের খোঁজখবর নিতে পারবেন। কারণ এ আসনটির এমপিকে ঘিরেই আমরা এরশাদ স্যারের জীবন, কর্ম ও চেতনা সবার কাছে ছড়িয়ে দিয়ে জাপাকে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে চাই। অন্য দিকে একই প্রসঙ্গে শনিবার রংপুর জিলা স্কুল মাঠে মহানগর যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, অংশগ্রহনমূলক নির্বাচন নিশ্চিত করতেই রংপুর-৩ আসনের উপনির্বাচনে আ’লীগ একক প্রার্থী দেবে। এখানে মহাজোটগতভাবে নির্বাচন হবে না।
উপনির্বাচন নিয়ে মহাজোটের শরিক দুই দলের দুই মেরুতে অবস্থান নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। সূত্র মতে, এখানে আ’লীগ একক প্রার্থী দিয়ে আসনটি নিজেদের ঘরে তুলতে চায়। আর জাপা তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এ আসনটিতে কোনো ছাড় দিতে রাজি নয়। তাদের চেষ্টা থাকবে মহাজোটগত নির্বাচন। শেষ পর্যন্ত সেটি নিশ্চিত করতে না পারলে সে ক্ষেত্রে যোগ্যতম প্রার্থীকে মনোনয়ন দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে আসনটি ধরে রাখার কৌশল নিচ্ছে জাতীয় পার্টি।


আরো সংবাদ



premium cement