২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রাজীবের ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে স্বজন পরিবহনের আবেদন

১৩ অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি
-

রাজধানীতে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হাসানের হাত হারানোর পর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করেছে স্বজন পরিবহন।
গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো: নূরুজ্জামান আবেদনটি শুনানির জন্য আগামী ১৩ অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন শফিকুল ইসলাম। রাজীবের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
গত ২০ জুন দুই মাসের মধ্যে রাজীবের পরিবারকে ২৫ লাখ টাকা করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও স্বজন পরিবহন কর্তৃপক্ষকে দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে স্বজন পরিবহন।
২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর কাওরান বাজার এলাকায় দুই বাসের রেষারেষিতে হাতকাটা পড়ে কলেজছাত্র রাজীবের। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর ৪ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
হাইকোর্ট ১ কোটি টাকা ক্ষতিপূরণের রুল জারিসহ রাজীবের চিকিৎসার খরচ দুই বাস মালিক বিআরটিসি ও স্বজন পরিবহনকে বহনের নির্দেশ দেন। এ রুল বিচারাধীন থাকা অবস্থায় গত বছরের ১৬ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজীব মারা যায়।


আরো সংবাদ



premium cement